Yohani : বাংলায় গাইবেন ইয়োহানি!

বাংলায় গাইবেন ইয়োহানি!
বাংলায় গাইবেন ইয়োহানি!

বাংলায় গাইবেন ইয়োহানি!


এ বছরে অনলাইন দুনিয়ায় সব থেকে ভাইরাল গান ‘মানিকে মাগে হিতে’। এ গানটি নিয়ে চর্চারও কোনো সীমা নেই। এটি এখন মানুষের মুখে মুখে। পথে-ঘাটে, চায়ের দোকানে, আড্ডায় সর্বত্রই শোনা যাচ্ছে এ গানের সুর। বিশ্বব্যাপি আলোচিত এ গানটি গেয়েছেন ইয়োহানি ডি সিলভা নামের তরুণী। তিনি মূলত শ্রীলংকান গায়িকা। তার আকর্ষণীয় চেহারা, মিষ্টি হাসি আর অসাধারণ গায়কিতে যেনো ডুবে আছেন নেটজনতা।

ইয়োহানির করা এ গানের ভার্সনটি এরমধ্যেই দেখা হয়েছে ১৩০ মিলিয়ন বার। লংকান ভাষার এ গানটির জনপ্রিয়তায় আরো বেশ কিছু ভাষায়, বেশ কিছু ভার্সনে প্রকাশিত হয়েছে। লংকান ভাষায় রি-কাভারের সংখ্যাতো মেলানো একেবারেই অসম্ভব। কিন্তু এটি এখনো বাংলা ভাষায় প্রকাশিত হয়নি। তবে, খুব শিগরই বাংলা ভাষাভাষি মানুষেরা এ গানটি হয়তো শুনতে পাবেন তাদের প্রিয় মাতৃভাষায়।

এ গানের তুমুল আলোচিত গায়িকা ইয়োহানি জানিয়েছেন, ‘মানিকে মাগে হিতে’ গানটি তিনি শিগরই বাংলা ভাষাতে গাইবেন। কিন্তু তিনি বর্তমানে বাংলা ভাষা জানেননা। তাই কাজটি ইচ্ছে থাকলেও এখুনি করা সম্ভব হচ্ছে না। বাংলা ভাষা শেখার চেষ্টা করছেন এই গায়িকা। যদি ভাষাটা শিখতে পারেন, তাহলে অবশ্যই এই ভাষায় গানটি করবেন ইয়োহানি।

হাঙ্গামা২৪-এর শ্রীলংকা প্রতিনিধির সাথে কথা হয় ইয়োহানির। তখন তিনি জানান, শিশুকালে একবার বাংলাদেশে আসার সৌভাগ্য হয়েছিলো তার। তখন খুবই ছোট ছিলেন তিনি। তাই আবারও বাংলাদেশে যেতে চান এই গায়িকা। এ প্রসংগ টেনে তিনি বলেন, ‘‘বাংলাদেশে আমি যখন গিয়েছিলাম, তখন এতোটাই ছোট ছিলাম যে, সেই স্মৃতি মনে করতে পারছি না। সে সময়ের কথা আমার খুব বেশি মনে নেই। তবে আমি আবারও বাংলাদেশে যেতে চাই। যত শিগগিরই সম্ভব যেতে চাই। বলতে পারেন আগামী দুই বছরের মধ্যেই।’’

বাংলাদেশের শ্রোতাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ইয়োহানি বলেন, ‘‘আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই এবং তাদের কাছে কৃতজ্ঞ যারা আমার মিউজিক ভিডিও দেখেছেন এবং গানটি শুনেছেন। এটা অসাধারণ এক অনুভূতি। আশা করব আমার পরের গানগুলো আপনাদের ভালো লাগবে। সাবধানে থাকবেন। সেটাই সবচেয়ে বড় চাওয়া।’’

‘মানিকে মাগে হিতে’ গানটি জনপ্রিয়তা পাওয়ার পর বলিউড সিনেমা ইন্ডাস্ট্রির অনেকেই যোগাযোগ করেছেন ইয়োহানির সঙ্গে। তারা চান ইয়োহানি বলিউডে গান করুক। তাছাড়া আরো বেশ কিছু ফিল্ম ইন্ডাস্ট্রি থেকেও তাকে গানের জন্য প্রস্তাব দেওয়া হচ্ছে। তবে এখনো কাউকে পরিষ্কার কিছু বলেননি গায়িকা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘অনেক প্রস্তাব পাচ্ছি। আলোচনা সাপেক্ষে সেসব প্রস্তাব ভেবে তবেই কাজে যাবো।’’

হাঙ্গামা/ম্যারিয়ান
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url