সিনেমা থেকে বাদ পড়ছেন নিরব-বুবলী!

নিরব-বুবলী
নিরব-বুবলী

প্রত্যেক সিনেমাই নির্মাণ থেকে মুক্তি পর্যন্ত অনেকগুলো ধাপ পার হতে হয়। এর মধ্যে সিনেমা মুক্তির আগে প্রচার-প্রচারণা অন্যতম। সাধারণত সিনেমা মুক্তির আগে শিল্পীরা বিশেষ করে নায়ক-নায়িকারাসহ মূল অভিনেতারা প্রচারে অংশ নেন। কিন্তু দীর্ঘদিন পর মুক্তি পাচ্ছে বিগ বাজেটের সিনেমা ‘চোখ’। অথচ প্রচারণায় দেখা যাচ্ছে না শিল্পীদের।


খোঁজ নিয়ে জানা যায়, প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া প্রচারণায় সিনেমার নায়ক-নায়িকার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছেন। এ সিনেমার মূল দুটি চরিত্রে রয়েছেন নিরব ও বুবলী।


শাপলা মিডিয়ার হেড অব প্রোডাকশন অপূর্ব রায় গণমাধ্যমকে বলেন, ‘আগামী ১ অক্টোবর সারা দেশে মুক্তি পাচ্ছে ‘চোখ’ সিনেমাটি। করোনার কারণে যেখানে দীর্ঘদিন বিগ বাজেটের সিনেমা মুক্তি পায়নি, সেখানে আমরা সাহস করে মুক্তি দিচ্ছি। কিন্তু সিনেমার নায়ক-নায়িকাকে প্রচারণার জন্য পাচ্ছি না। নিরবকে ফোনেই পাওয়া যাচ্ছে না। বুবলীও সহযোগিতা করছেন না।’


শাপলা মিডিয়ার পরবর্তী সিনেমায় তাদের নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে অপূর্ব বলেন, ‘এভাবে করলে কীভাবে নেব।’


এ দিকে বিষয়টি জানতে নিরব ও বুবলীকে ফোন করলে দুজনের কেউই ফোন রিসিভ করেননি। 


বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী দেশসেরা চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে প্রায় ডজনখানেক সিনেমায় অভিনয় করেছেন। এই সিনেমার মাধ্যমে প্রথমবার শাকিব খানের বৃত্ত ভেঙে তাকে বেরিয়ে আসতে দেখা যাবে।


আসিফ ইকবাল জুয়েল পরিচালিত এই সিনেমায় ‘রাকেশ’ চরিত্রে নিরব, ‘জয়’ চরিত্রে রোশান আর ‘রেজনি’ চরিত্রে বুবলীকে দেখা যাবে। আক্ষেপ নিয়ে পরিচালক আসিফ ইকবাল জুয়েল বলেন, সিনেমার প্রচারণায় রোশান সহযোগিতা করলেও নিরবকে পাচ্ছি না। বর্তমানে ডিজিটাল মাধ্যম প্রচারণার একটি গুরুত্বপূর্ণ অংশ। রোশান প্রচারণায় অংশ নিলেও নিরব ভাই নীরবই রয়েছেন। প্রথম সিনেমায় তিক্ত অভিজ্ঞতা হয়েছে আমার। আমি ফোন করে তাকে পোস্ট করতে বললেও এখনও পর্যন্ত একটি পোস্টও দেখতে পেলাম না। তিনি আমার পছন্দের ও কাছের মানুষ। কিন্তু এখনও প্রচারণায় অংশ নিলেন না এটিই খুবই দুঃখজনক। 


হাঙ্গামা বাংলা

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url