‘মানিকে মাগে হিথে’র বারোটা বাজালেন রানু মণ্ডল (ভিডিও)
রানু মণ্ডল |
কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের গাওয়া ‘এক পেয়ার কা নাগমা হ্যায়’ গানটি গেয়ে ভাইরাল হয়েছিলেন রানু মণ্ডল। পশ্চিমবঙ্গের রানাঘাটের স্টেশনে এক সময় ভিক্ষা করা এই নারীর জীবনও বদলে যায় ওই গানে। পৌঁছে যান বলিউড পর্যন্ত।
রানু মণ্ডল এবার গাইলেন শ্রীলংকান গায়িকা ইয়োহানি ডি সিলভার কণ্ঠে ভাইরাল হওয়া বিশ্বজুড়ে জনপ্রিয় গান ‘মানিকে মাগে হিথে’। সিংহলি গানটি রানুর কণ্ঠে শুনে অনেকে বেশ উপভোগ করেছেন। আবার অনেকে বিরক্তি প্রকাশ করেছেন। এরমধ্যে কেউ কেউ আবার রানুর সমালোচনাও করেছেন।
সম্প্রতি সামাজিক মাধ্যমে রানুর ‘মানিকে মাগে হিথে’ গাওয়া একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে লাল রঙের টি-শার্ট গায়ে দেখা গিয়েছে তাকে। এক ইউটিউবার রানুর এই গানের ভিডিও পোস্ট করেছেন নিজের চ্যানেলে। অনেকেরই মত, গানটির উচ্চারণে ব্যাপক সমস্যা থাকলেও সুর অনেকটা একই! এত সুন্দর গানটার বারোটা বাজিয়েছেন রানু বলেও দাবি অনেকের!
এরই মধ্যে ইউটিউবে রানুর সেই নতুন ভিডিও দেখেছেন প্রায় ৬৩ হাজার মানুষ। দেখা যাচ্ছে, বেশ আনন্দ নিয়েই গানটি গাইছেন রানু।
উল্লেখ্য, ‘মানিকে মাগে হিথে’র অরিজিনাল ভার্সন গেয়েছিলেন শশীশান রথনায়কা। চলতি বছরের মে মাসে সেই গানটি কভার করেন শ্রীলংকার তরুণ শিল্পী ইয়োহানি ডি সিলভা। যা রাতারাতি ভাইরাল হয়ে যায়। গানটির সুর ও গায়কীতে সাধারণ শ্রোতাদের পাশাপাশি মজেছেন অমিতাভ বচ্চনের মতো তারকারাও।
হাঙ্গামা বাংলা