মালদ্বীপে ঘনিষ্ঠ রাজ-শুভশ্রী!

শুভশ্রী গাঙ্গুলি - রাজ চক্রবর্তী
শুভশ্রী গাঙ্গুলি - রাজ চক্রবর্তী

পশ্চিমবঙ্গের বিধায়ক হওয়ার পর সেভাবে কোথাও ঘুরতে যেতে পারেননি পরিচালক রাজ চক্রবর্তী। অন্যদিকে মা হয়েছেন তার স্ত্রী টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। তাই খুব একটা সময় পাচ্ছিলেন না। অবশেষে ব্যস্ততাকে পাশ কাটিয়ে রাজ-শুভশ্রী গেলেন অবকাশে। বিলাসবহুল পর্যটন দেশ মালদ্বীপে গেছেন তারা।


মালদ্বীপের স্বর্গীয় সৌন্দর্য উপভোগ করছেন রাজ ও শুভশ্রী। ফাঁকে ফাঁকে ছবি-ভিডিও ধারন করছেন, আর শেয়ার করছেন ভক্তদের সঙ্গে। তবে একটি শর্ট ভিডিওতে তাদেরকে দেখা গেল বেশ খোলামেলা ও ঘনিষ্ঠ অবস্থায়।  


ইনস্টাগ্রামে একটি সংক্ষিপ্ত ভিডিও দিয়েছেন শুভশ্রী। সেখানে দেখা যাচ্ছে, রাজের হাতে মাথা রেখে শুয়ে রয়েছেন তিনি। খালি গায়ে রাজ। চোখে কালো চশমা। শুভশ্রী পরেছেন হালকা রঙের ট্যাঙ্ক টপ। প্রিয় জুটিকে এমন রূপে দেখে ভক্তরাও উচ্ছ্বসিত। মন্তব্যের ঘরে ভালোবাসা জানাতে ভুল করছেন না অনুসারীরা।


এদিকে নীল জলে গা ডুবিয়ে আবেদনময়ী ছবিও শেয়ার করেছেন শুভশ্রী। কালো রঙের স্নান-পোশাকে তোলা সেই ছবি কেড়ে নিয়েছে ভক্তদের মন।


জানা গেছে, ছেলে ইউভানকে নিয়েই মালদ্বীপে ঘুরতে গেছেন তারা। ক’দিন আগেই ইউভানের এক বছর পূর্ণ হয়েছে। তখন তারা সবাই মিলে ঘুরতে গিয়েছিলেন পুরীর সমুদ্র সৈকতে। তখনই প্রথম সমুদ্র দর্শন করেছে ছোট্ট ইউভান।


হাঙ্গামা বাংলা

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url