গোয়ায় মারা গেলেন প্রেমিকসহ অভিনেত্রী

 
ঈশ্বরী দেশপাণ্ডে
ঈশ্বরী দেশপাণ্ডে

ভারতের গোয়ায় বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারাঠি অভিনেত্রী ঈশ্বরী দেশপাণ্ডে ও তার প্রেমিক নিহত হয়েছেন। সোমবার এ দুর্ঘটনা ঘটে বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে। 


আগামী মাসে প্রেমিক শুভম দাদগেরের সঙ্গে বাগদান হওয়ার কথা ছিল ঈশ্বরী দেশপাণ্ডের। গত বুধবার দুজন ছুটি কাটাতে গিয়েছিলেন গোয়ায়।


সেখান থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় শিকার হয়ে মারা যান তারা।   


সোমবার ভোরে আরপোড়া ও হাদফাদে গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারায় তাদের গাড়ি। এরপর ওই গাড়িটি বগা ক্রিকের মোহনায় গিয়ে পড়ে। পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  


খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাদের মরদেহ উদ্ধার করেন। 


হাঙ্গামা বাংলা

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url