Vijay : মা-বাবার বিরুদ্ধে মামলা করলেন বিজয়

মা-বাবার বিরুদ্ধে মামলা করলেন বিজয়
মা-বাবার বিরুদ্ধে মামলা করলেন বিজয়

মা-বাবার বিরুদ্ধে মামলা করলেন বিজয়


দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার থালাপতি বিজয়। তামিল সিনেমার সফল তারকা তিনি। এই ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাও তিনি। আশির দশকে শিশুশিল্পী হিসেবে কাজ শুরু করে ১৯৯২ সাল থেকে নায়ক চরিত্রে অভিনয় করে আসছেন বিজয়। সিনেমার বাইরেও তিনি নানা ধরনের সামাজিক কর্মকান্ডের সঙ্গে জড়িত। পুরো ভারত জুড়ে তার যেমনি রয়েছে ভক্ত তেমনি রয়েছে গুনগ্রাহি। তবে তার বিরোধিতাকারির সংখ্যাও কম নয়। 

স্বভাবে শান্ত শিষ্ঠ তুমুল জনপ্রিয় এই অভিনেতা এবার আইনের দ্বারস্থ হলেন। ১১ জনকে অভিযুক্ত করে একটি মামলাও দায়ের করেছেন তিনি। থালাপতি বিজয়ের দায়ের করা মামলায় অভিযুক্তদের মধ্যে তার নিজের মা শোভা চন্দ্রশেখর এবং বাবা এসএ চন্দ্রশেখরের নামও রয়েছে। কিন্তু মা-বাবার বিরুদ্ধে কেন মামলা করলেন তিনি? সে বিষয়ই রয়েছে এখন আলোচনায়। 

খোজ নিয়ে জানা গেছে, একটি নিষেধাজ্ঞা দাবি করেই তিনি মামলাটি করেছেন। বিজয় মামলার নথিতে উল্লেখ করেছেন তার বাবা-মা কিংবা প্রাক্তন কর্মকর্তা কেউই যেন তার নাম ব্যবহার করে কোনো ফ্যানক্লাব কিংবা রাজনৈতিক দল গঠন করতে না পারে।

২০২০ সালের শুরুর দিকে ‘অল ইন্ডিয়া থালাপাতি বিজয় মাকল আইয়াকাম’ নামে একটি রাজনৈতিক দল গঠন করেছেন বিজয়ের বাবা এসএ চন্দ্রশেখর। এই দলে বিজয়ের বাবা রয়েছেন সাধারণ সম্পাদক পদে আর মা রয়েছেন কোষাধ্যক্ষের দায়িত্বে। তার নিজের নামে দলের নামকরণ হওয়ায় প্রায় সবারই ধারণা ছিল, এই দলের পেছনে বিজয় জড়িত রয়েছেন। খুব শিগগিরই এই দলে যোগ দেয়ার ঘোষনা দেবেন তিনি। কিন্তু ঘটলো একেবারে বিপরীত!

এর আগেও এই ঘটনা আলোচনায় এসেছিলো। ২০২০ সালের নভেম্বরে বিষয়টি নিয়ে বিজয় একটি লিখিত বিবৃতি দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, ‘‘আমার বাবার দেওয়া রাজনৈতিক বিবৃতির সঙ্গে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সম্পর্ক নেই। আমি আমার ভক্তদের অনুরোধ করছি, আমার বাবা যে পার্টি শুরু করেছেন তাতে যোগ দেবেন না। যদি কেউ তাদের রাজনৈতিক আকাঙ্ক্ষার জন্য আমার ছবি, নাম বা আমার ফ্যান ক্লাবের অপব্যবহার করার চেষ্টা করেন, তবে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

থালাপতি বিজয়ের এমন বিবৃতির পরেও এই দলের পক্ষ থেকে তার ছবি ও নাম ব্যবহার করা হয়েছে। আর এতেই ক্ষেপেছেন তিনি। তাই থানায় গিয়ে সরাসরি মামলা ঠুকে দিলেন। বাদ দিলেন না গর্ভধারিনী মা ও জন্মদাতা বাবাকেও। তাদেরকেও আসামী করে অভিযোগ দিয়েছেন তিনি। এ ঘটনা প্রকাশ্যে আসতেই দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে চর্চিত হচ্ছে বিষয়টি।

হাঙ্গামা/অভিজিৎ
Next Post Previous Post
3 Comments
  • Unknown
    Unknown ২০ সেপ্টেম্বর, ২০২১ ১৫:৪৩

    সততার অনুপ্রেরণা

    • Hungama
      Hungama ২০ সেপ্টেম্বর, ২০২১ ১৭:৪৩

      ধন্যবাদ পাঠক

  • Unknown
    Unknown ২০ সেপ্টেম্বর, ২০২১ ১৯:০৩

    ❤️

Add Comment
comment url