Kareena-Kangana : কারিনার থেকেও তিনগুণ বেশি কঙ্গনার!
কারিনার থেকেও তিনগুণ বেশি কঙ্গনার! |
কারিনার থেকেও তিনগুণ বেশি কঙ্গনার!
কারিনা কাপুর এবং কঙ্গনা রানাওয়াত দুজনেই বলিউডের অন্যতম প্রধান নায়িকা। তারা দুজনই অভিনয় মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছেন নিজ নিজ যোগ্যতায়। কারিনা কাপুর তার ক্যারিয়ার শুরুই করেছেন মেগাস্টারের সঙ্গে। অন্যদিকে কঙ্গনা তার অভিনয়শৈলি দিয়ে তৈরি করেছেন আলাদা স্থান। ইতোমধ্যে জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে। এই অভিনেত্রী বেশিরভাগ সময়ই চরিত্রপ্রধান সিনেমায় অভিনয় করেন।
সম্প্রতি ‘সীতা, দ্য ইনকারনেশন’ নামের একটি সিনেমাকে কেন্দ্র করে দুজনই আছেন বেশ আলোচনায়। মূলত তাদের পারিশ্রমিকের অঙ্কটাই জন্ম দিয়েছে সমালোচনার। কিছুদিন আগে এই সিনেমার সীতা চরিত্রের জন্য কারিনা কাপুরকে প্রস্তাব করা হয়। সেসময় তিনি এ চরিত্রে অভিনয়ের জন্য পারিশ্রমিক দাবি করেন ১২ কোটি টাকা।
এতো বেশি পারিশ্রমিক দাবি করায় হিন্দু মৌলবাদী নেটিজেনরা তাকে কটাক্ষ করতে থাকেন। এমনকি সামাজিক মাধ্যমে নোংরা ট্রলের শিকার হতে হয়েছে বেবোকে। কিন্তু এমন সমালোচনায় চুপ করে না থেকে শক্ত ভাষায় ট্রলের জবাব দিয়েছিলেন কারিনা কাপুর খান। তিনি বলেছিলেন, ‘‘নায়করা বেশি পারিশ্রমিক চাইলে কেউ কোনো কথা বলে না, নায়িকারা বেশি চাইলেই কেন তাকে ট্রলের শিকার হতে হয়।’’
এদিকে সামাজিক মাধ্যমে কঙ্গনা রানাওয়াত জানিয়েছেন যে, তিনি এবার ‘সীতা, দ্য ইনকারনেশন’ সিনেমায় সীতার চরিত্রে অভিনয় করতে চলেছেন। আর এ চরিত্রের জন্য তিনি ৩২ কোটি টাকা পারিশ্রামিক নিচ্ছেন। যা কারিনা কাপুরের দাবি করা অঙ্কের চেয়ে প্রায় তিনগুন বেশি। এর মাধ্যমে বলিউডের সর্বোচ্চ পেইড নায়িকা হলেন কঙ্গনা। আর এতেই দুষ্টু নেটিজেনদের চোখ চরকগাছ!
কঙ্গনার এমন সংবাদে যেনো মাথা ঘুরে গেছে বিতর্কিত সিনেমা সমালোচক কমল আর খানের। তিনি বরাবরই কঙ্গনার সকল বিষয় নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। এবারো তার ব্যতিক্রম হয়নি। কঙ্গনার এই সিনেমা নিয়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি টুইট করেছেন কমল। প্রশ্ন তুলেছেন কঙ্গনার পারিশ্রমিক নিয়ে। কমল আর খান তার টুইটারে লেখেন, ‘‘সীতা ছবির জন্য ৩২ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন কঙ্গনা। কিন্তু কেন প্রযোজক এই ভুল করলেন? আমার আগামী রিভিউয়ে আমি এ বিষয়ে সমস্ত তথ্য দেব।’’
কঙ্গনা কি আদৌ এতো টাকা পারিশ্রমিক পাচ্ছেন? নাকি আলোচনায় আসতেই এমন তথ্য প্রকাশ করা হয়েছে? এমন প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। এই বিষয়ে কোনো কিছু স্পষ্ট না করলেও এই সিনেমার পরিচালক অলৌকিক দেশাই হাঙ্গামা২৪-এর প্রতিবেদককে বলেছেন, ‘‘যাঁদের মনে বিশ্বাস আছে তাদের সারা বিশ্ব জয় করতে পারে। সীতার চরিত্রে কঙ্গনাকে পেয়ে আমি আপ্লুত। আমি নিশ্চিত যে এই ছবির মধ্যে দিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যাবে।’’
হাঙ্গামা/অভিজিৎ
অপেক্ষায় রইলাম ❤️