Priyanka Pandit : ফাঁস হলো প্রিয়াঙ্কার আপত্তিকর ভিডিও
Priyanka Pandit - প্রিয়াঙ্কা পণ্ডিত |
ফাঁস হলো প্রিয়াঙ্কার আপত্তিকর ভিডিও
ভোজপুরী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা পণ্ডিত। 'জিনা তেরি গালি মে' সিনেমার মধ্য দিয়ে ২০১৩ সালে বড় পর্দায় পা রাখেন এই অভিনেত্রী। এই সিনেমাই তাকে নিয়ে যায় জনপ্রিয়তার শীর্ষে। এরপর একে এক ৫০ এর বেশি সিনেমায় অভিনয় করে দর্শক হৃদয়ে ঝড় তোলেন প্রিয়াঙ্কা। তার অভিনীত বেশিরভাগ সিনেমায় খুল্লাম খুল্লা রুপেই দেখা গেছে এই নায়িকাকে।
স্বল্প পোশাক, থলথলে শরীরের আবেদনময়ি উপস্থাপনের মাধ্যমে সবসময়ই সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন প্রিয়াঙ্কা পণ্ডিত। এবার তার একটি আপত্তিকর ভিডিও ফাঁস হয়েছে নেট মাধ্যমে। যা সামাজিক মাধ্যমে রিতীমতো ভাইরাল হয়েছে। সে ভিডিওতে তাকে বেশ খোলামেলা ও আপত্তিকর অবস্থায় দেখা গেছে।
কিছু দিন আগেই ভাইরাল হয় আরেক নায়িকা তৃশা কর মধুর আপত্তিকর ভিডিও। তিনিও ভোজপুরী সিনেমার তারকা অভিনেত্রী। যদিও তিনি তখন বিষয়টি অস্বীকার করে বলেছিলেন, ভিডিওর শরীরটি তার নয়। ওটা এডিট করে তার মুখ বসিয়ে দেয়া হয়েছে। তবে, ভিডিও এক্সপার্টরা জানিয়েছিলেন সেটি এডিট করা নয়। ভিডিওতে যাকে আপত্তিকর অবস্থায় দেখা গেছে, তিনি তৃশা কর মধু।
এবার তৃশা কর মধুর সুরেই কথা বলছেন প্রিয়াঙ্কা। তিনিও দাবি করছেন, ভিডিওর নারীটি তিনি নন। সে অন্য কেউ। তার ভাবমূর্তি নষ্টের উদ্দেশ্যে গ্রাফিক্সের সাহায্যে ভিডিওটি বানিয়ে ছড়ানো হয়েছে। ভিডিওতে অন্য কারো শরীরের সাথে তার মুখ ব্যবহার করা হয়েছে। এবারো ভিডিও এক্সপার্টরা প্রিয়াঙ্কার দাবিকে মিথ্যে বলেই জানিয়েছেন। যদিও এই নায়িকা তার দাবিকে সত্য প্রমাণ করার জন্য পুলিশের দ্বারস্থ হয়েছেন। তবে পুলিশ এতে সারা দেয়নি।
ফ্যাক্টচেক অনুসন্ধানে জানা গেছে, ভিডিওটি প্রিয়াঙ্কার হলেও এটি নতুন নয়। এটা অনেক পুরোনো। সম্প্রতি তৃশা কর মধুর ভিডিও ভাইরাল হওয়ার পর তার পুরোনো ভিডিওটি নিয়েও চর্চা শুরু হয়েছে। এই ঘটনায় নায়িকার পাশে দাড়িয়েছেন তার সহকর্মীরা। তারা মনে করছেন প্রিয়াঙ্কার জনপ্রিয়তার কারনেই পুরোনো এই ভিডিও নতুন করে ছড়ানো হচ্ছে।
হাঙ্গামা২৪.কম