Jaya Ahsan : শঙ্কিত জয়া আহসান

জয়া আহসান - Joya Ahsan
জয়া আহসান - Joya Ahsan

Jaya Ahsan :  শঙ্কিত জয়া আহসান

গত আগস্টে দীর্ঘ দুই দশক পর আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে নিষিদ্ধ গোষ্টি তালেবান। বহুল পরিচিত রাজধানী শহর কাবুল দখলের মধ্য দিয়ে ক্ষমতা গ্রহণ করেছে এই হিংস্র বাহিনীটি। এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ তালেবানের এমন বিজয়ে আনন্দ-উল্লাস করছেন, আবার অনেকেই আছেন শঙ্কায়।


আফগানের এমন পরিস্থিতি নিয়ে ব্যক্তিগত মতামত দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তালেবান ও আফগান প্রসঙ্গে তিনি ভারতীয় একটি প্রভাবশালী সংবাদমাধ্যমের কাছে বলেছেন, ‘‘আফগানের যত ছবি-ভিডিও দেখছি, আমার ভেতরটা ততই দুমড়েমুচড়ে যাচ্ছে। ওখানেতো কট্টর পুরুষততন্ত্র। আর পুরুষতান্ত্রিক সমাজের আঙুল সব সময়ই মেয়েদের দিকে ওঠে। ঠিক কম্পাসের কাঁটার মতো তা ঘুরে ঘুরে নারীজাতির উপরই পরে।’’


তিনি আরও বলেছেন, ‘‘নির্মাতা সারাহ কারিমি যে আহ্বান জানিয়েছেন, আমি আমার মন থেকে তাতে সমর্থন করছি। আর কেউ না থাকুক, আমি তার সঙ্গে আছি। এতো দূর থেকে কতটা করতে পারব আমি জানি না, আমার পক্ষ থেকে যদি কিছু করার সুযোগ তৈরি হয়, আমি অবশ্যই করব।’’


শঙ্কা প্রকাশ করে জয়া আহসান আরও বলেন, ‘‘ওখানকার যে চিত্র দেখছি, তাতে শিউরে উঠছি, আতঙ্কিত হচ্ছি। বাংলাদেশ কিংবা ভারত যে দেশই হোক বা পৃথিবীর যে কোনো দেশেই নারীর ওপর অত্যাচার হলে আমাদের সকলের সরব হতে হবে। দেশটা আমাদের থেকে দূরে ভেবে চুপ করে বসে থাকলে চলবে না। আজকে যা ঐদেশে হচ্ছে, কাল তা আমার দেশে বা এখানেও (কলকাতায়) হতে পারে।’’

প্রসঙ্গত, আগামী ২০ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত নতুন সিনেমা ‘বিনিসূতোয়’। এ চলচিত্রে তিনি অভিনয় করেছেন কলকাতার খ্যাতিমান অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে। সিনেমাটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা অতনু ঘোষ।

হাঙ্গামা২৪

Next Post
No Comment
Add Comment
comment url